বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে সান্তাহার শখের পল্লী কমিউনিটি সেন্টারে শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভা অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন। উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি অধ্যক্ষ মাও. আব্দুল হক সরকার, জেলা আমির নূর মোহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা অ্যাড ছাইফুল ইসলাম, খান মোহাম্মদ লিটন, শ্রীকৃষ্ণ পদ মোহন্ত, শ্যামল কুমার শীল, চন্দন কুমার মহন্ত।
সভায় প্রধান অতিথি হিন্দু সনাতনী ভাইদের সৌহার্দ্য সম্প্রীতির আহ্বান জানিয়ে আদমদীঘি উপজেলায় ৬৫টি পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজা উদযাপনের জন্য ৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

