আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর-মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.ফয়সাল সদর উপজেলার উপ-রাজারামপুর গ্রামের মো.আব্দুল লতিফের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি মোটরসাইকেলে থাকা ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...