আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

আমার দেশ অনলাইন

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

নাটোরের লালপুরে এ বছর একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা ও মেয়ে। তাদের সাফল্যে প্রশংসা করছেন সবাই। এর আগে তারা একসঙ্গে এসএসসি পাস করেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। আর তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন আব্দুল হান্নান। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। তখন তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। নিজের মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন।

এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন।

হালিমা খাতুন বলেন, সংসারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল টান আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে।

আব্দুল হান্নানের সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। শিক্ষার প্রতি তার অনুরাগ সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিক্ষালাভের বয়স নেই, যা প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই। তার সহযোগিতার প্রয়োজন হলে উপজেলার পক্ষ থেকে দেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন