আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

বগুড়া অফিস

মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

বগুড়ার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই গ্রামের মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

বিজ্ঞাপন

নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, রোববার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যান। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, ঢাকাগামী একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। পরে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন