সান্তাহারে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৮: ০৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে সোমবার সকালে শহরের রেলগেট থেকে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

রেল বিভাগ সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা। এ সময় রেলের জায়গায় অবৈধ ভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী কমিশনার কাসওয়ার তানজামুল ইসলাম, আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম, সান্তাহারে কানুনগো কার্যালয়ের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন, রেলওয়ে থানা ওসি হাবিবুর রহমান, উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ একদল সেনাসদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সান্তাহার রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা করার অভিযোগে ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত