নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার বস্তাবর বিওপির বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলো সেলিমপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে তৌহিদুল ইসলাম (৩২) ও ফরিয়াদ হোসেনের ছেলে হাবিবুর রহমান (৪২)। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি আরও জানান, বস্তাবর বিওপির কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বলরামপুর গ্রামের পাকা রাস্তার ওপরে আসামিদের ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আটক আসামিদের মালামালসহ ধামইরহাট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি তৎপর অবস্থায় রয়েছেন বলেও জানানো হয়।

