রুয়েটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ আটক

রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের তীব্র আপত্তি ও শাস্তির দাবির পরও সাজ্জাদ একাধিকবার পুনরায় ক্লাসে যোগ দেয়ার চেষ্টা করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি আবার ক্লাসে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানায় সোপর্দ করে। থানার একটি টিম ছাত্রকল্যাণ দপ্তর থেকে সাজ্জাদকে নিয়ে যায়।

সাজ্জাদ ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রুয়েট ছাত্রলীগের সুপার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন সাজ্জাদ। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই হামলার বৈধতা দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, তারা কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবে না। অভিযুক্তদের পাশাপাশি তাদের মদতদাতাদেরও শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সাজ্জাদসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত