ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১: ৪১

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শাওন ভবানীপুর ভাটোপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন। পথে ৭টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন, আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তার বন্ধু রাফি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত