আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

পাবনার চাটমোহরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকালে দোলং-এর বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

তার ছেলে স্কুলশিক্ষক ফরহাদ নাসিম লাভলু জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা।

সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইগ্নাসিউজ গমেজ (ইনু মাস্টার) জানান, শুক্রবার বাদ জুমা পৌর সদরের দোলং মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি ছাইকোলা ইউনিয়নের চরনবীন গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন