আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধুনটে স্কুল ল্যাব অপারেটরের আপত্তিকর ভিডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ধুনটে স্কুল ল্যাব অপারেটরের আপত্তিকর ভিডিও ভাইরাল

বগুড়ার ধুনটে পাঁচথুপি-নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর জাহিদুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ পেলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওগুলো ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, জাহিদুল ইসলাম হ্যাফপ্যান্ট পরে খালি শরীরে সিগারেট খেতে খেতে অশোভন অঙ্গভঙ্গি করছেন। তার টিকটক আইডি "জাহিদুল ডটকম চৌধূরী-১৪৭৭" থেকে এসব ভিডিও ছড়ানো হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তিনি শিক্ষক না হলেও বিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে শিক্ষকের মর্যাদা বহন করেন। এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং তিনি আর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্য নন। তারা দ্রুত তাকে চাকরি থেকে অপসারণের দাবি জানান।

অভিযুক্ত জাহিদুল ইসলাম জানান, ভিডিওগুলো ছাত্রজীবনে টিকটকে পোস্ট করেছিলেন। পরে তার আইডি হ্যাক হয়ে শত্রুপক্ষের লোকজন সেগুলো আবার ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর তিনি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও মুছে ফেলেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বলেন, ভিডিও দেখার পর জাহিদুল ইসলামকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে কমিটি গঠনের পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন