রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, (শাহজাদপুর) সিরাজগঞ্জ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬: ৩৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে কালোব্যাজ ধারন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতসিংহ শুভ, সমাজ বিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া মুন, তানভীর আহমেদ, অর্থনীতি বিভাগের পিংকী রানী দে, প্রভাষক শামসুদ্দিন সরকার চঞ্চল, বুলবুল আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদ আহমেদ আনন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া, মিরাজ রায়হান, হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে না। ২৭ জুলাইয়ের একনেক মিটিংয়ে প্রকল্পটি অনুমোদন না দেওয়া হলে উত্তরবঙ্গেও রেলপথ, মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত