আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত থেকে এসব অস্ত্র উদ্ধার করেন ৫৯ বিজিবির সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

তিনি জানান, রাতে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ও গুলি পাঠাচ্ছে ভারত— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় আজমতপুর সীমান্তে পরিত্যক্ত একটি ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন