বাংলাদেশিকে হত্যার ৩ দিন পর লাশ ফেরত দিল ভারত

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৩: ২০
বাংলাদেশীর লাশ ফেরত

নওগাঁর পোরশা সীমান্তে এক বাংলাদেশী রাখালকে গুলি করে হত্যার তিন দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৬ জুলাই) রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২ নম্বর পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দু’পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের নিকট ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ।

নিহত রাখালের নাম ইব্রাহিম (৪০)।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চরাতে সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিএসএফের নিকট জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির দু’দিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং তিন দিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত