আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়া- ৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া

বগুড়া- ৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার। তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি।

বিজ্ঞাপন

রোববার বেলা সাড়ে ১২টায় আদমদীঘি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আচরণবিধি কর্মকর্তা মাহমুদা সুলতানা ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শাহিন আলমের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষিয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষিয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, শ্রমিক নেতা কামরুল হাসান মধু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন