দুই বছর কোমায় থাকার পর মারা গেলেন কিশোর আবীর

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩: ৫১

পাবনার চাটমোহরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শামীম হাসান মিলনের একমাত্র পুত্র আবীর হাসান দুই বছর কোমায় থাকার পর শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর দুপুরে চাটমোহর-বাঘাবাড়ী মহাসড়কের গুনাইগাছায় মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আবীর (১৬)। তাকে প্রথমে চাটমোহরে, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সে সময় থেকেই আবীর কোমায় ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লায় চিকিৎসাধীন অবস্থায় আবীর হাসান মারা যান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত