বগুড়ার শিবগঞ্জে

আমার দেশ সম্পাদকের মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২৩: ১৪

বগুড়ার চাঁদপুর নওদাপাড়া মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে পোলাও বিতরণ করা হয়েছে।

বুধবার বাদ এশা মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার আগে কোরআন খতম করা হয়। দোয়া শেষে হাফেজ ছাত্রদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে অনলাইনে উপস্থিত ছিলেন- বগুড়ার স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শাফায়াত জামিন সজল, দৈনিক দুরন্ত সংবাদের বার্তা সম্পাদক রিয়াসাত মামুন, সদর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রসুল খন্দকার, সাংবাদিক সাদিকুর রহমান ও সাংবাদিক বায়েজীদ হোসেন বাপ্পি।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম গত রোববার ভোরে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অধ্যাপিকা মাহমুদা বেগম কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত