অপহরণকারীর হাত থেকে যে কৌশলে রক্ষা পেল ইয়াসিন

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৭: ০৮

পাবনার ঈশ্বরদীতে ইয়াসিন রহমান স্বরণ (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের চেষ্টা চালিয়েছে মুখোশধারী দু’ব্যক্তি। তবে শিশুটির বুদ্ধি ও সাহসিকতায় অপহরণকারীদের চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মশুরিয়াপাড়া গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, স্কুলের বাথরুম তালাবদ্ধ পেয়ে বাইরে গেলে মোটরসাইকেলে আসা দু’অপরিচিত ব্যক্তি মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে। কিন্তু শিশুটি অপহরণকারীদের হাত কামড়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারকে। শিশুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শিক্ষার্থী স্বরণের বাবা আব্দুল কাদের সোহান জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক সে সময় বিদ্যালয় উপস্থিত ছিলেন না। আমি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে ব্যর্থ হই। বিষয়টি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকেরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত