বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার দোকানসহ পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ২৩ নভেম্বর রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ দাখিল মাদ্রাসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে হঠাৎ আগুন ছড়িয়ে মুহূর্তেই ঘরগুলোতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তাঁর পাঁচটি ঘরে থাকা আসবাবপত্র, জামাকাপড়, ধান, বাদাম, নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীসহ মোট ১৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি।
এ ঘটনায় একই পাশে থাকা দোকানঘরও ক্ষতিগ্রস্ত হয়। দোকান ভাড়াটিয়া ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবু জানান, তাঁর দোকানে থাকা তৈরিকৃত ফার্নিচার, কাঠ, মেশিনসহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি ও নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে, কী কারণে আগুন লাগতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও পরিবারগুলো পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

