আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
ভাঙ্গুড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
ছবি: আমার দেশ

দিনাজপুর গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া ষ্টেশন মাস্টার মো. আব্দুল মালেক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে
ট্রেনের ইঞ্জিলসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এ পথে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। একতা ও বুড়িমারী এক্সপ্রেস ট্রোন মাঝগ্রাম ও চাটমোহর ষ্টেশনে আটকা পড়ে আছে। ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ষ্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, ঘটনার পরপরই পাকশী রেলওয়ে বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন