আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পীরগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

পীরগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই বৃদ্ধ মোটরসাইকেলে করে নিজ বাড়ি নারায়ণপুর থেকে পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে মোটরসাইকেল চালক ব্রেক চাপেন। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন সালাম। এসময় রানীশংকৈলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দিনাজপুরে রেফার করেন। দিনাজপুরে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন