গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সর্ভিসের ৬ ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন আস্থা পোলট্রি খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পোলট্রি খামারটিতে আকস্মিকভাবে আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের তা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের গাইবান্ধার উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, পোলট্রি খামারের ৪ তলা ভবনের একটি ইউনিট থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৫শ’ পিস মুরগি মারা যায়।
অন্যান্য ইউনিট থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের মুরগি উদ্ধার করা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

