আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একটি দল ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট‌ নিতে চায়: আখতার হোসেন

রংপুর অফিস

একটি দল ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট‌ নিতে চায়: আখতার হোসেন

একটি দল ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট‌ নিতে চায়। এদেশের মানুষ আর বোকা নয় যে তারা ফ্যামিলি কার্ডের লোভে ভোট দিয়ে দিবে। ছাত্র-জনতা ৩৬ জুলাই আন্দোলন করে নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে। তাই এ দেশে লোভ দেখি আর কোন কাজ হবে না।

শুক্রবার সন্ধ্যায় ৭ টায় রংপুর টাউন হল মাঠে দশ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের দশদলীয় জোটের মনোনীত প্রার্থী আখতার হোসেন বলেন, দেশী বিদেশি প্রতিবেশীর ষড়যন্ত্র উপেক্ষা করে জনতা দশ দলকে সরকারে বসাবে। শুধু রাষ্ট্রীয় সংস্কার নয় রংপুরে মানুষের বৈষম্য দূরীকরণের সংস্কার করবে দশ দল।

অন্যান্য ধর্মাবলম্বী সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাঁওতাল মারমারা দশ দলের সরকারের কাছে সবচেয়ে নিরাপদ। এদেশের সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার রাখে। আমাদের মাঝে কোন বৈষম্য নেই।

ভারত সম্পর্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা আর প্রতিবেশী পাল্টাতে চাই না প্রতিবেশীরা যদি আমাদের সঙ্গে ভালো আচরণ করে আমরাও তাদের সাথে ভালো আচরণ করব।

তিস্তা পানি বন্টন সম্পর্কে তিনি বলেন, তিস্তার পানি শুষ্ক মৌসুমে এবং বন্যার সময় তাদের মত বন্ধ এবং ছেড়ে করা হলে আমরা আর মেনে নিবো না। পানি বন্ধ করতে হলে এবং ছেড়ে দিতে হবে অবশ্য অবশ্যই আমাদেরকে আগাম জানাতে হবে।

গণ ভোট সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে অবশ্য অবশ্যই দশ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটে সিল মারতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এটিএম আযম খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিগবাতুল্লাসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন