নির্বাচনের আগেই ছেলে হত্যার বিচার দাবি আবু সাঈদের বাবার

মেজবাহুল হিমেল রংপুর, শরিফুল ইসলাম পীরগঞ্জ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা বলেন, আগে ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে সেই হামলাকারীদের দ্রুত যেনো বিচার হয়, তার পরে নির্বাচন করতে হবে এটাই আমার দাবি।

মঙ্গলবার পীরগঞ্জের জাফর পাড়ার বাবনপুর আবু সাঈদের বাড়িতে তার বাবা মকবুল হোসেন আমার দেশের প্রতিনিধির সঙ্গে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও যারা শহীদ হয়েছেন তাদেরও বিচারের দাবি করছি। তিনি বলেন, আমার কষ্ট হলো বহু কষ্ট করে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করত। আমাদের আর্থিক অবস্থা ভালো না। কষ্ট করে ছেলেটাকে বড় করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কষ্ট করে লেখাপড়া করে আমার ছেলে আবু সাঈদ সফল হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই হাত তুলে বুক চিড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারা সব সময় বলছে, আগে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে তারপরে নির্বাচন। আমারও চাওয়া আগে সংস্কার ও বিচারের পরে নির্বাচন। কিন্তু বিএনপি উটি পরি (উঠে পড়ে) লাগছে শুধু নির্বাচন আর নির্বাচন চাচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত