জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ জন ইউপি সদস্য কারাগারে থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে সরেজমিনে ইউনিয়ন পরিষদে দেখা গেছে, চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। অফিস করছেন সচিব ও উদ্যোক্তারা।
জানা গেছে, ৮ মে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন রাজনৈতিক মামলায় আটক হন। বর্তমানে তিনি আছেন কারাগারে। ২৬ মে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগে ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে জামিন পান ৩ জন নারী সদস্য। একজন ইউপি সদস্য পলাতক আছেন।
এ ঘটনার পর পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী বোদা উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ঝলই শালশিরী ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেন।
সেবা নিতে আসা সুরিয়া ধরধরা এলাকার গোপাল রায় বলেন, আমার ছেলের জন্মনিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে পরিষদে এসেছি। সব কাজ হয়ে গেছে এখন শুধু চেয়ারম্যানের স্বাক্ষর লাগে। চেয়ারম্যার-মেম্বার সবাইতো জেলে। এখন নাকি বোদা থেকে অফিসার এসে স্বাক্ষর দেবে। দুই ঘণ্টা ধরে তার জন্য বসে আছি, কখন যে আসে।
শালশিরী গ্রামের অলিউর রহমান বলেন, আমার মেয়ের জন্মনিবন্ধন কাগজ নিতে আসছি। সব কাজ হয় গেছে চেয়ারম্যান-মেম্বার নেই, এজন্য সই নিতে পারতেছি না। অফিসে বলল একজন দায়িত্বে আছেন তিনি এলে সই করবেন। তিনি যে কখন আসেন।
ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এই মুহূর্তে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার দেব। খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এটার একটা সমাধান করার দরকার।
ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আরিফ হোসেন বলেন, আমরা বর্তমানে ওয়ারিশন সনদ দিতে পারতেছি না। ওয়ারিশন সনদ ইউপি সদস্যরা যাচাই বাছাই করেন। যাচাই না করা পর্যন্ত ওয়ারিশন দেওয়া সম্ভব না। এছাড়া মাতৃত্বকালীন যে যাচাই বাছাই করতে হয় এটাও আমরা করতে পারতেছি না। কারণ যাচাই-বাছাই করতে গেলে আমাদের কমিটি সদস্যদের প্রয়োজন। এখন কমিটির কোনো সদস্য না থাকার কারণে যাচাই-বাছাই হচ্ছে না।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সফিউর রহমান বলেন, জনগণ যেন ভোগান্তির মধ্যে না পড়ে এজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে আসছি। কিছু কিছু সেবা আপাতত বন্ধু আছে। এরমধ্যে ওয়ারিশন সার্টিফিকেট বন্ধ আছে। আর প্রত্যয়নের ক্ষেত্রে ওই ওয়ার্ডের প্রধান শিক্ষক, ঈমাম, পুরোহিত আছেন উনাদের আইডেন্টিফাই অনুযায়ী আমরা দিচ্ছি।
এ ব্যাপারে ঝলইশালশিড়ি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ঝলই শালশিরী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সবার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা চলমান থাকায় তারা জেলখানায় আছেন। একজন পলাতক আছেন। এই মুহূর্তে আমরা সেখানে সরকারি নির্দেশনা অনুসরণ করে একজন প্রশাসক নিয়োগ দিয়েছি। সরকারের কোন নির্দেশনা পেলে ওই ইউনিয়নের বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে চেয়ারম্যানসহ ৮ জন ইউপি সদস্য কারাগারে থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে সরেজমিনে ইউনিয়ন পরিষদে দেখা গেছে, চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। অফিস করছেন সচিব ও উদ্যোক্তারা।
জানা গেছে, ৮ মে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন রাজনৈতিক মামলায় আটক হন। বর্তমানে তিনি আছেন কারাগারে। ২৬ মে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগে ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে জামিন পান ৩ জন নারী সদস্য। একজন ইউপি সদস্য পলাতক আছেন।
এ ঘটনার পর পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী বোদা উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ঝলই শালশিরী ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেন।
সেবা নিতে আসা সুরিয়া ধরধরা এলাকার গোপাল রায় বলেন, আমার ছেলের জন্মনিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে পরিষদে এসেছি। সব কাজ হয়ে গেছে এখন শুধু চেয়ারম্যানের স্বাক্ষর লাগে। চেয়ারম্যার-মেম্বার সবাইতো জেলে। এখন নাকি বোদা থেকে অফিসার এসে স্বাক্ষর দেবে। দুই ঘণ্টা ধরে তার জন্য বসে আছি, কখন যে আসে।
শালশিরী গ্রামের অলিউর রহমান বলেন, আমার মেয়ের জন্মনিবন্ধন কাগজ নিতে আসছি। সব কাজ হয় গেছে চেয়ারম্যান-মেম্বার নেই, এজন্য সই নিতে পারতেছি না। অফিসে বলল একজন দায়িত্বে আছেন তিনি এলে সই করবেন। তিনি যে কখন আসেন।
ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এই মুহূর্তে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার দেব। খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এটার একটা সমাধান করার দরকার।
ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আরিফ হোসেন বলেন, আমরা বর্তমানে ওয়ারিশন সনদ দিতে পারতেছি না। ওয়ারিশন সনদ ইউপি সদস্যরা যাচাই বাছাই করেন। যাচাই না করা পর্যন্ত ওয়ারিশন দেওয়া সম্ভব না। এছাড়া মাতৃত্বকালীন যে যাচাই বাছাই করতে হয় এটাও আমরা করতে পারতেছি না। কারণ যাচাই-বাছাই করতে গেলে আমাদের কমিটি সদস্যদের প্রয়োজন। এখন কমিটির কোনো সদস্য না থাকার কারণে যাচাই-বাছাই হচ্ছে না।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সফিউর রহমান বলেন, জনগণ যেন ভোগান্তির মধ্যে না পড়ে এজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে আসছি। কিছু কিছু সেবা আপাতত বন্ধু আছে। এরমধ্যে ওয়ারিশন সার্টিফিকেট বন্ধ আছে। আর প্রত্যয়নের ক্ষেত্রে ওই ওয়ার্ডের প্রধান শিক্ষক, ঈমাম, পুরোহিত আছেন উনাদের আইডেন্টিফাই অনুযায়ী আমরা দিচ্ছি।
এ ব্যাপারে ঝলইশালশিড়ি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ঝলই শালশিরী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সবার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা চলমান থাকায় তারা জেলখানায় আছেন। একজন পলাতক আছেন। এই মুহূর্তে আমরা সেখানে সরকারি নির্দেশনা অনুসরণ করে একজন প্রশাসক নিয়োগ দিয়েছি। সরকারের কোন নির্দেশনা পেলে ওই ইউনিয়নের বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৮ মিনিট আগে