সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশ বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে লক্ষ্যে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ কার্যক্রম আরো কঠোর করা হয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধ করা যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরো জোরদার করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো সন্ত্রাসী বা অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে। দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

