পার্বতীপুরে এসিল্যান্ড না থাকায় লক্ষাধিক সেবাপ্রার্থীর ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৫: ১২

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তিনমাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবা প্রার্থীদের। এছাড়াও এই কারণে নামজারি ও ভূমি সেবা কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এসিল্যান্ড পদটি শূন্য আছে। এরআগে কর্মরত এসিল্যান্ড খালিদ বিন মনসুর অন্যত্র বদলি হওয়ায় উপজেলার লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ভূমি সেবা ও নামজারি কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্বও হারাচ্ছে।

এরআগে পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছে।

আব্দুল মাবুদ শাহ ও নুর ইসলাম উওর শালন্দার শাহাপাড় গ্রামের প্রবীণ ও স্থানীয় ব্যক্তি বলেন, একমাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে।

পার্বতীপুর উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনাবেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেক সময় আটকে থাকে।

এ বিষয়ে চন্ডিপুরে ইউনিয়ন ভূমি সহকারী প্রেম চরণ বলেন, কয়েকমাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসিল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, নামজারি আবেদন অনেকগুলো জমা হয়েছে আশা করি ঈদের ছুটিতে কাজ করে কমিয়ে আনার চেষ্টা করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত