হাবিপ্রবিতে স্নাতকে ভর্তির আবেদন ১৩ মার্চ পর্যন্ত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৭: ২১
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৯: ৫২

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ মার্চ পর্যন্ত এ আবেদন করা যাবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. মোবারক হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবি ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ও ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিবর্তন করা হয়েছে পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখও।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট এবং ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের (www.hstu.ac.bd) ওয়েব সাইটে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত