পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২১

পার্বতীপুর বদরগঞ্জ সড়কে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা থেকে পার্বতীপুর আসার পথে হক অটো রাইস মিল সংলগ্ন ডালিয়া ব্রিজের কাছে মালবোঝাই কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাসুদ (২৪) ঘটনাস্থলে মারা যায়। নিহত মাসুদ চিরিরবন্দর উপজেলার ভবানীপুর গ্রামের ফেরদৌস আলীর পুত্র। অপর দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুম (২৪) পার্বতীপুর উপজেলার আমবাড়ি কুতুবপুর গ্রামের মেজবাউল হকের পুত্র ও মোস্তাইন ইসলাম রিফাদ (২৩) ফুলেরঘাট শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

আহতদের অবস্থা গুরুতর হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস তাৎক্ষণিক লাশ উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

আহতরা জানান, তারা খোলাহাটি কুটির শিল্পমেলা দেখে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, মেলা চালু হওয়ার কারণে প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত