আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে পড়ে জোবায়ের হাসান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের চাষকপাড়া গ্রামের আবুল কালাম আজাদের শিশুপুত্র জোবায়ের রোববার সকালে বাড়ির সকলের অজান্তে বাড়ির পূর্ব পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় থেকে শিশু জোবায়ের বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাকে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে লোকজন হৈ-চৈ শুরু করে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে জোবায়েরের লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মো. আসাদুজ্জামান রানু জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন