বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেছেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার।
শনিবার দুপুরে লালমনিরহাট জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট আবু তাহের বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও হয়রানি চালিয়েছে। এতে সাধারণ মানুষও ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন,“২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার।”
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সদর হাসপাতালের উন্নয়ন, মোগলহাট স্থলবন্দর ও বিমানবন্দর কার্যক্রম জোরদারসহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন তিনি।
অ্যাডভোকেট আবু তাহের আরও বলেন, মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। এ কারণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মো. জয়নাল আবেদীনসহ জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

