বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া অন্তরে সততার আলোতে জ্বলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা, অভিযোগ করা হয়েছে। কিন্তু তিনি এ দেশের মাটি, পানি, আলো, বাতাসের মধ্যেই থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার পড়েনি। একজন সাবেক উপদেষ্টা সরকারকে বিব্রত করতে কী কারণে সেফ এক্সিটের কথা বলছেন বুঝতে পারছি না। যদি আপনার কোন কথা থাকে, তাহলে মিডিয়ার মাধ্যমে সবাইকে বলে দিন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারী গ্রামে বুক দিয়ে ঘানি টানা দম্পতিকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেখানে ওই দম্পতিকে দুটি অটো চার্জার রিকশাভ্যান ও গরু কেনার জন্য ৬০ হাজার টাকা দেওয়া হয়। এজাড়া জুলাই আন্দোলনের শহীদ নাঈম বাবু ও সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের পরিবারকে ৫০ হাজার করে টাকা সহায়তা করা হয়।
তিনি আরো বলেন, সেফ এক্সিটের কথাতো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, তিনি যে অন্যায়, নিপিড়ন, নির্যাতন করেছেন এজন্য আমরা তাকে ওই সময় বলেছিলাম, এতো যে অত্যাচার করছেন, আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? সময় থাকতে সেফ এক্সিট নিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারে সদস্যসচিব কৃষিবিদ মোখছেদুল মোমিন মিথুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা কন্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, রংপুর বিভাগীয় সহ-সাংঘঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহেদুল ইসলাম রনি, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা-আল মামুন, সেক্রেটারি একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।

