গোবিন্দগঞ্জে ইপিজেড করার দাবিতে জামায়াতের সমাবেশ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৯: ৫৩
গোবিন্দগঞ্জে ইপিজেড করার দাবিতে জামায়াতের র‌্যালি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে স্থানীয় জামায়াতের

উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিল শেষে থানা চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার।

এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু ও মশিউর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

বিষয়:

ইপিজেড
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত