হলফনামায় তথ্যের গড়মিল প্রসঙ্গে পঞ্চগড়- ১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম বলেছেন, হলফনামার মেজর বিষয়গুলো ঠিক ছিলো বলেই রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। তবে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণে আইনজীবী একটু মিস্টেক করেছিল, টাইপিং মিস্টেকের কারণে ৯ লাখের জায়গায় ২৮ লাখ উল্লেখ করেছে। এটা ছিল অনিচ্ছাকৃত ভুল। পরবর্তীতে আমরা এটি সংশোধন করে দিয়েছি। এটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় শহরে জেলা এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ তুলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন পেজ প্রোপাগাণ্ডা সেল থেকে গুজব ও আমার বিরুদ্ধে, অপপ্রচার ছড়ানো হচ্ছে। সোস্যাল মিডিয়ায় অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমার ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হয়- আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা দিতাম। অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে কেন্দ্রীয় কমিটিতো দূরে থাক, কোথাও আমার কোনো পদপদবী ছিলো না। আগে যখন আমি ছাত্রলীগের সমালোচনা করতাম, সরকারের সমালোচনা করতাম- তখন তারা আমাকে জামায়াত-শিবির মনে করত। আমার বাড়িতেও ফোন করে জানতে চাইতো, আমি জামায়াত-শিবিরে সংশ্লিষ্ট কি না।
বিএনপির দিকে অভিযোগ তুলে সারজিস বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারগুলোকেও হুমকি দিচ্ছে। এখনই যদি তারা ক্ষমতা ও পেশি শক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই দেখিনা। সরকার এবং নির্বাচন কমিশনকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গণমাধ্যমের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, আমরা প্রত্যাশা করি- আগামী নির্বাচনের পূর্বে মিডিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবে। প্রত্যেকের আলাদা দল থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সাংবাদিকতার প্রফেশনালিজম যেন ঠিক থাকে- এটা আমাদের প্রত্যাশা। অন্যথায়, দেশের সাধারণ মানুষের সাথে অপ-সাংবাদিকতা মুখোমুখি হবে। আমরা মনে করি, সাংবাদিকদের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। যেভাবে অভ্যুত্থানের সময় আপনাদের প্রচারিত নিউজের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে আমরা উপস্থিত হয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

