বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে আবার উৎপাদন শুরু

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১: ৩৪

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর গত বুধবার রাতে তৃতীয় ইউনিট আবার উৎপাদনে ফিরেছে।

এই ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ১ হাজার ৬০০ টন কয়লা প্রয়োজন ।

বিজ্ঞাপন

বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ২১ জুলাই সার্ভেয়ার ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়, বুধবার রাত ৮টার পর থেকে আবার তাতে উৎপাদন শুরু হয়েছে। ফলে এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে।

বড়পুকুরিয়া খনির সরবরাহ করা কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রটি। বর্তমানে ওই খনির কোল ইয়ার্ডে মজুত আছে ৩ লাখ ৭০ হাজার টন । বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় ৫ হাজার ২০০ টন কয়লার দরকার পড়ে। তবে এ পর্যন্ত তিনটি ইউনিট একসঙ্গে কখনোই চালানো সম্ভব হয়নি।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত