পাবর্তীপুরে দৈনিক আমার দেশের ফটোকপি বিক্রি

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৬: ৪২

দৈনিক আমার দেশে ‘বিএনপি চারভাগ, সক্রিয় জামায়াত, আওয়ামী লীগের অনেকেই এনসিপিতে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে দিনাজপুরের পার্বতীপুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ছাপা পত্রিকা বিক্রি শেষে ফটোকপিও বিক্রি করা হয়। পুরাতন বাজারের কফিল উদ্দিন, মজাহার আলী, মজিদুল ইসলাম, মাহবুর রহমান সংগ্রাম, তাপস রায়, সিরাজুল ইসলাম, নতুন বাজারের আবদুর রশিদ, লিয়াকত আলী, হবিবার রহমান, মজনু সরকারসহ আরো অনেকে পত্রিকা না পেয়ে ফটোকপি করে নেয়।

স্থানীয় পত্রিকা এজেন্ট মোস্তাকিম সরকার বলেন, আমি পত্রিকা সৈয়দপুরের মন্ডল এজেন্সির মাধ্যমে নিযে আসি প্রতিদিন ২০ কপি। এখানে পত্রিকার চাহিদা অনেক। আমি পত্রিকা এজেন্সির জন্য দরখাস্ত করেছি। অল্পদিনের মধ্যে আমি পত্রিকা এজেন্ট নিব। এজেন্টের জন্য দরখাস্ত দেয়া আছে। তখন চাহিদা মতো পত্রিকা সরবরাহ করতে পারবো। আজকে আমার দেশ পত্রিকা পার্বতীপুরে আনার সাথে সাথে সব পত্রিকা শেষ হয়ে যায়।

স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক মন্তব্য করে বলেন, পাবর্তীপুরের রাজনীতি নিয়ে অনুসন্ধানী রিপোর্ট ইতোপূর্বে পত্রিকায় প্রকাশ হয়নি। এ জন্য আজকের দৈনিক আমার দেশের রিপোর্টটি জনগণের মাঝে সাড়া ফেলেছে। যার কারণে দিনদিন দৈনিক আমার দেশ জনগণের আস্তা অর্জন করতে পেরেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত