রাজিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১: ১০

কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুরোপুরি অকেজো, ৫টি‌ আংশিক অকেজো এবং সব পাইপ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দবাজার, পাখিউড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন চররাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।

দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

৫ আগস্টের পর কিছু দিন বন্ধ থাকলেও বর্তমানে কিছু প্রভাবশালী নেতার সহযোগিতায় আবার বালু উত্তোলন করছিল তারা।

এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

রোববার রাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট) ফোর্স নিয়ে কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন চরে অভিযান চালান।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু জানান, ৬টি বালু উত্তোলনকারী ড্রেজার মেশিনে অভিযান চালাই। স্পটে কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে একটি মেশিন অকেজো করা হয়। বাকি ৫টির আংশিক ক্ষতিসহ সব পাইপ গুঁড়িয়ে দেয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত