আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশের ওপর হামলার ঘটনায়

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে তার লোকজনের হামলায় পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাপ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

গতকাল রোববার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েস মীর ও এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ওই এলাকা থেকে ওই মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩৮) ও মানিক মিয়া (২৪), সৈয়দ সোহাগ মিয়ার ছেলে সামিউল ইসলাম (২২), মৃত আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৬) এবং আলতাফ হোসেনের ছেলে সুজন হোসেন (৪২)।

গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একটি দল তার বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় গোলাপ চেয়ারম্যানের সমর্থিত আওয়ামী লীগের কমপক্ষে ৫০-৬০ জন নেতাকর্মী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হলে তাদের সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশের ওপর হামলার এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । মামলার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক আমার দেশকে জানান, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...