থামছে না অবৈধ বালু উত্তোলন, তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৭: ৩১

রংপুরের পীরগাছায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ৪৯টি বসতবাড়ি, একটি ইবতেদায়ী মাদ্রাসা এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শতাধিক বাড়িঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের হুমকিতে রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, একদিকে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে, অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বাড়ছে। শিবদেব এলাকার মোহাম্মদ আলী নামের এক বাসিন্দা বলেন, ভাঙন রোধের জন্য কমপক্ষে ২০,০০০ জিও ব্যাগ প্রয়োজন, কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ১,০০০ জিও ব্যাগ।

স্থানীয়রা আরও বলেন, সরকারের একটি সংস্থা ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ ফেলতেছে, আর এলজিইডি কর্তৃপক্ষ তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য বালু ক্ষেকোদের লেলিয়ে দিয়ে নদী গর্ভস্থ বালু উত্তোলন করে ভাঙ্গন বৃদ্ধিতে সহায়তা করছেন। যা তিস্তা পাড়ের মানুষের সাথে তামাশা বা নাটক করা ছাড়া আর কিছুই না।

আবু সাঈদ নামে এক ড্রেজার মেশিনের মালিক জানান, তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে বালু উত্তোলন করছেন।

তবে ইউএনও শেখ মো. রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। বালু উত্তোলনের বিষয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলে তিনি শুধু “ওসি সাহেবকে মেসেজ করেছি, ব্যবস্থা নিবেন” বলে জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত