তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও জাকসুর নেতৃবৃন্দ।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকাজুড়ে প্রতিবাদ জানিয়েছেন তিস্তা পাড়ের প্রায় লাখো মানুষ।
বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার চর এবং নিম্নাঞ্চলগুলোর মানুষের জন্য তিস্তা নদী জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। সীমান্তের ওপারের সিদ্ধান্তে এই বন্ধন সর্বদাই নড়বড়ে।