আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিস্তা প্রকল্প ভিক্ষা নয়, আমাদের অধিকার: দুলু

স্টাফ রিপোর্টার

তিস্তা প্রকল্প ভিক্ষা নয়, আমাদের অধিকার: দুলু

কাগজে কলমে নয়, তিস্তা বাস্তবায়ন করতে হবে দৃশ্যমান এই মন্তব্য করেন, তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলন সমন্বয়কারী বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিন কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মেঘা প্রকল্প ভিক্ষা নয় এটা আমাদের অধিকার। আমরা আমাদের এই অধিকার নিয়ে ঘরে ফিরতে চাই।

বিজ্ঞাপন

শুক্রবার সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া এভিনিউয়ে তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনির হাট জেলা সমিতির মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবানের নানা দিকের প্রেক্ষাপট তুলে ধরেন। তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশের প্রাণ।

ভারতের একতরফা পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ এবং নদীখাত ভরাটের কারণে তিস্তা আজ বিলুপ্তির পথে। সবাই তিস্তা চুক্তি বাস্তবায়ন, নদী খনন, বাঁধ নির্মাণ ও পুনর্বাসনসহ "তিণ্ডা মহাপরিকল্পনা" দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

মানববন্ধনে কর্মসূচিতে তিনি আরও বলেন, তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিস্তা শুধু নদী নয়। দেশের সামগ্রিক পরিবেশ ও অথর্নীতির চালিকাশক্তি এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ এবং জনস্বার্থনির্ভর।

এর মূল লক্ষ্য হলো নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা। দেশের উত্তর অঞ্চলের নাগরিকদের নানা মুখি দাবির কথাও জানান তিনি।

ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ সমিতি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন