রংপুর অফিস
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের এক ভূমিহীন পরিবার অভিযোগ করেছে, রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। শনিবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য সুজন মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারি পরিত্যক্ত খাস জমিতে বসবাস করে আসছে। তার বাবা আলমগীর হোসেন একজন দরিদ্র ভ্যানচালক ও কৃষক। অন্যের জমি বর্গা চাষ করেই চলে তাদের সংসার। সম্প্রতি ফসলি জমি বর্গা নিয়ে এলাকার কিছু প্রভাবশালী বিএনপি নেতা বিশেষ করে মেজবাহুল হক হৃদয় (সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব), শাহিন মিয়া (মমিনপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক), জাকারিয়া, মুকুল মিয়া, আপেল, আব্দুর রাজ্জাকসহ আরও ১০-১২ জন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ১১ মার্চ চাচা আনারুল ইসলামকে পথ থেকে ধরে মাথায় কুপিয়ে জখম করা হয়। চাচি ফরিদা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় মামলা হলেও আসামিরা জামিনে মুক্ত হয়ে উল্টো পরিবারটির বিরুদ্ধে হুমকি দিতে শুরু করে।
পরবর্তী সময়ে, ২০২৫ সালের ১৩ এপ্রিল রাত ৮টার দিকে আবারও হামলা চালিয়ে বাবাকে মারাত্মকভাবে আহত করা হয় এবং গভীর রাতে তাদের টিনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ৪টি বসতঘর, ১টি গোয়াল ঘর, মুরগি ও কবুতরের খামার, আসবাবপত্র, ৩০ মণ তামাকসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে জানান, আগুনে কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আগুন নিভাতে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে বলেন কেমিক্যাল দিয়ে এই আগুন লাগানোর ফলে অতিদ্রুত এই আগুন ছড়িয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলেও আসামিদের দ্রুত গ্রেপ্তার না করায় তারা উচ্চ আদালত থেকে জামিন নেয় এবং পরিবারটিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সুজন মিয়া।
এ ঘটনা আমার দাদি কাচুয়ানী বেগম দেখে চিৎকার করতে থাকলে আমরা জেগে যাই। তখন আমাদের নিজেদের জীবন বেচে গেলেও আমার বসত বাড়ি ও ধন সম্পদ রক্ষা করতে পারিনি। এ ঘটনায় আমার বড় চাচা আনিচুল হক বাদী সদর কোতয়ালী থানায় ৩৮/২৫ নং মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদেরকে গ্রেপ্তার না করে কালক্ষেপণ করতে থাকায় আসামীরা জামিনের সুযোগ পেয়ে যায়।
এ ঘটনায় পুলিশ সুপারকে অভিযোগ দিলে তিনি তদন্ত করে অবহেলার দায়ে মামলার তদন্তভার অন্য একজনকে দায়িত্ব দেন। এবং শাস্তি স্বরূপ ওই কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করেন। মামলায় জামিন পেয়ে আসামীরা আমাদের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় রংপুর জেলা বিএনপিকে লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাইনি। বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ সময় পরিবারের সদস্য আনারুল ইসলাম, আনিসুর রহমান, সুজন মিয়া, কাসুয়ানী বেগম, ফরিদা বেগম, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের এক ভূমিহীন পরিবার অভিযোগ করেছে, রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। শনিবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য সুজন মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারি পরিত্যক্ত খাস জমিতে বসবাস করে আসছে। তার বাবা আলমগীর হোসেন একজন দরিদ্র ভ্যানচালক ও কৃষক। অন্যের জমি বর্গা চাষ করেই চলে তাদের সংসার। সম্প্রতি ফসলি জমি বর্গা নিয়ে এলাকার কিছু প্রভাবশালী বিএনপি নেতা বিশেষ করে মেজবাহুল হক হৃদয় (সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব), শাহিন মিয়া (মমিনপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক), জাকারিয়া, মুকুল মিয়া, আপেল, আব্দুর রাজ্জাকসহ আরও ১০-১২ জন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ১১ মার্চ চাচা আনারুল ইসলামকে পথ থেকে ধরে মাথায় কুপিয়ে জখম করা হয়। চাচি ফরিদা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় মামলা হলেও আসামিরা জামিনে মুক্ত হয়ে উল্টো পরিবারটির বিরুদ্ধে হুমকি দিতে শুরু করে।
পরবর্তী সময়ে, ২০২৫ সালের ১৩ এপ্রিল রাত ৮টার দিকে আবারও হামলা চালিয়ে বাবাকে মারাত্মকভাবে আহত করা হয় এবং গভীর রাতে তাদের টিনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ৪টি বসতঘর, ১টি গোয়াল ঘর, মুরগি ও কবুতরের খামার, আসবাবপত্র, ৩০ মণ তামাকসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে জানান, আগুনে কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আগুন নিভাতে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে বলেন কেমিক্যাল দিয়ে এই আগুন লাগানোর ফলে অতিদ্রুত এই আগুন ছড়িয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলেও আসামিদের দ্রুত গ্রেপ্তার না করায় তারা উচ্চ আদালত থেকে জামিন নেয় এবং পরিবারটিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সুজন মিয়া।
এ ঘটনা আমার দাদি কাচুয়ানী বেগম দেখে চিৎকার করতে থাকলে আমরা জেগে যাই। তখন আমাদের নিজেদের জীবন বেচে গেলেও আমার বসত বাড়ি ও ধন সম্পদ রক্ষা করতে পারিনি। এ ঘটনায় আমার বড় চাচা আনিচুল হক বাদী সদর কোতয়ালী থানায় ৩৮/২৫ নং মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদেরকে গ্রেপ্তার না করে কালক্ষেপণ করতে থাকায় আসামীরা জামিনের সুযোগ পেয়ে যায়।
এ ঘটনায় পুলিশ সুপারকে অভিযোগ দিলে তিনি তদন্ত করে অবহেলার দায়ে মামলার তদন্তভার অন্য একজনকে দায়িত্ব দেন। এবং শাস্তি স্বরূপ ওই কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করেন। মামলায় জামিন পেয়ে আসামীরা আমাদের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় রংপুর জেলা বিএনপিকে লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাইনি। বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ সময় পরিবারের সদস্য আনারুল ইসলাম, আনিসুর রহমান, সুজন মিয়া, কাসুয়ানী বেগম, ফরিদা বেগম, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে