ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৬: ২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ধনবাড়ীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: সাদিক কায়েম

মহেশখালীতে জীবিকা উন্নয়নে সামিট ও ইপসার সঙ্গে চুক্তি

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ রাজ পরিবারের প্রধান ডিউক

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পর্তুগালের রাজ পরিবারের প্রধান ডিউক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত