এবারের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
শতভাগ ফেল করা ৯টি কলেজে মোট ৫৪ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেছিল। কলেজগুলো হল, রাজারহাট উপজেলার সিংগারডাবরিহাট কলেজ, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ ও টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলে, নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ উইমেন্স কলেজ, চিলাখানা মডেল কলেজ ও কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এবং ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ। এমন ফলাফলের কারণে জেলা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত পাঠদানের অভাব এবং অনুশীলনমূলক শিক্ষার ঘাটতি এর অন্যতম কারণ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থতার কারণ চিহ্নিত করে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।
উল্লেখ্য যে, এবছর দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯% যা গতবছর ২০২৪-এ ছিল ৭৭.৫৬ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

