আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীতে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। শনিবার দুপুরে অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ ইউনিয়নের চেংমারী এলাকার হাজির হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর উত্তেজিত জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিশোরগঞ্জ বাজার ও প্রেস ক্লাব হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পুনরায় মানববন্ধন করে।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষক ডালিমকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। তারা বলেন, আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই। এমন জঘন্য কাজ করার সাহস যেন আর কেউ না পায়।

গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের এক শিশু তার বোনের বাড়ি যাওয়ার পথে চেংমারী ডাবল ব্রিজের কাছে ডালিম (৪০) তাকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তার হাতে কামড় দিয়ে চিৎকার করলে ডালিম পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে এবং অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন