হাতেনাতে ধরা মাদক সম্রাজ্ঞী কল্পনা রানী, ১ বছরের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বিরল (দিনাজপুর)
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৩

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবলদিঘী বাজার এলাকায় কল্পনা রানী রায় (৪০) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় তাকে ২০০ টাকা অর্থদণ্ডও করা হয়।

শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর রোববার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কল্পনা রানী একই গ্রামের রনজিত চন্দ্র রায়ের স্ত্রী।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। তিনি জানান, কল্পনা রানীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ০৯(১)-(খ) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত