দিনাজপুরের বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান।
অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ (প্রো. আবুল কালাম আজাদ)-কে ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে সার বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সার মজুদ না রাখা ও ভুয়া ভাউচার প্রস্তুতের অভিযোগে মেসার্স আব্দুস সালাম মিন্টু (প্রো. আব্দুস সালাম মিন্টু)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা এবং সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা এবং পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

