ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা বিমান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯: ৫৮
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৫৭
মোকলেছুর রহমান বিমান

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোকলেছুর রহমান বিমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানায়, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমান সন্ত্রাস বিরোধী মামলার আসামি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনি পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।

এরআগে ২০২৪ সালের ২১ নভেম্বর রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে (৪০) নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ সাদা পোশাকে গ্রেপ্তার করে। মাইক্রোবাসে করে থানায় নেয়ার সময় চেয়ারম্যান ও যুবলীগ নেতার সমর্থকরা ওই মাইক্রোবাসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়। সে এ মামলার প্রধান আসামি। সম্প্রতি সে জামিনে কারাগার থেকে বের হয়ে আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত