নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোকলেছুর রহমান বিমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানায়, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমান সন্ত্রাস বিরোধী মামলার আসামি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনি পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।
এরআগে ২০২৪ সালের ২১ নভেম্বর রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে (৪০) নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ সাদা পোশাকে গ্রেপ্তার করে। মাইক্রোবাসে করে থানায় নেয়ার সময় চেয়ারম্যান ও যুবলীগ নেতার সমর্থকরা ওই মাইক্রোবাসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়। সে এ মামলার প্রধান আসামি। সম্প্রতি সে জামিনে কারাগার থেকে বের হয়ে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

