গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি ও জামায়াতের দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ঘোষিত ৪ আওয়ামী লীগ নেতা ও অন্যান্য মামলায় ২ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজাসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ আওয়ামী লীগ নেতা ও অন্যান্য মামলায় ২ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৫২), কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের তবিবর রহমানের ছেলে আবু মুছা (৪৪), শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আব্দুর রউফের ছেলে মিজানুর রহমান মিঠু (৪০) ও পৌর এলাকার কালিকাডোবা গ্রামের মৃত ছাকেন আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং বগুড়া সদরের লতিফপুর বিহারি কলোনী এলাকার সবুজ মিয়ার স্ত্রী মাদক মামলার আসামি রাহেলা বেগম (৩৭) ও গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রাম গ্রামের আলেক উদ্দিনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি ছাইফুল ইসলাম (৪৬)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিভিন্ন মামলায় ৬জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আওয়ামীলীগের ৪ জনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে এবং অপর দু’জন মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

