আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগেশ্বরীতে নাশকতার চেষ্টায় আ. লীগের ছয় নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

নাগেশ্বরীতে নাশকতার চেষ্টায় আ. লীগের ছয় নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে বারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত থানার বিশেষ টিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হলেন, নাগেশ্বরী পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম (৪৮), রায়গঞ্জ ইউপি কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান বাচ্চু (৫০), নেওয়াশী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহ আলম (৪২), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর নেতা মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬), রামখানা ইউপি যুবলীগের আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), ও সন্তোষপুর আওয়ামীলীগের নজির হোসেন (৪২)।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, দেশব্যাপী চলমান আন্দোলনের সুযোগে কিছু চক্র নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন