উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে আবারও দিশেহারা হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। উজানের পাহাড়ি ঢল নামার পর পানি কমতেই নতুন ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় প্রায় ১০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে অর্ধশতাধিক পরিবার।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নদীর তীরে দাঁড়িয়ে কৃষকরা উৎকণ্ঠায় ভাঙন দৃশ্য দেখছেন। ধানক্ষেত তিস্তার স্রোতে একে একে তলিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষক মোস্তফা বলেন, বন্যার পানি কমতেই ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে আমাদের প্রায় ১০ একর আমন ধান একেবারে নদীতে চলে গেছে।
আইয়ুব আলী জানান, অর্ধশতাধিক পরিবার হুমকির মুখে আছে। ভাঙন রোধ করা না গেলে আমাদের ঘরবাড়িও নদীতে হারিয়ে যাবে।
অতুল চন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরে একবারই ধান আবাদ করি। এবার সেই ধানও ভাঙনে গেছে। এখন এক বছর কী খেয়ে বাঁচব তার কোনো উপায় নেই।
একই সুরে রঘুনাথ চন্দ্র, আমজাদ হোসেন, শাহিনুর, জুয়েল, আলম ও মকবুলসহ অনেকে বলেন, সরকারি সহায়তা ছাড়া আমাদের সামনে পথে বসা ছাড়া কোনো উপায় নেই।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বলেন, বিনবিনা থেকে চর শংকরদহ পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি আমরা বহুবার জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো বাস্তবায়ন নেই। বাঁধ হলে কোলকোন্দ ও লক্ষীটারী ইউনিয়নের বহু পরিবার ভাঙন থেকে রক্ষা পেত।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, তিস্তার ভাঙন এলাকা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন বন্যা ও ভাঙন মোকাবিলায় তৎপর রয়েছে।
স্থানীয়দের দাবি, কথার ফুলঝুরি নয়, এবার যেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলেই ভাঙনের স্থায়ী সমাধান মিলবে।
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে আবারও দিশেহারা হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। উজানের পাহাড়ি ঢল নামার পর পানি কমতেই নতুন ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় প্রায় ১০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে অর্ধশতাধিক পরিবার।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নদীর তীরে দাঁড়িয়ে কৃষকরা উৎকণ্ঠায় ভাঙন দৃশ্য দেখছেন। ধানক্ষেত তিস্তার স্রোতে একে একে তলিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষক মোস্তফা বলেন, বন্যার পানি কমতেই ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে আমাদের প্রায় ১০ একর আমন ধান একেবারে নদীতে চলে গেছে।
আইয়ুব আলী জানান, অর্ধশতাধিক পরিবার হুমকির মুখে আছে। ভাঙন রোধ করা না গেলে আমাদের ঘরবাড়িও নদীতে হারিয়ে যাবে।
অতুল চন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরে একবারই ধান আবাদ করি। এবার সেই ধানও ভাঙনে গেছে। এখন এক বছর কী খেয়ে বাঁচব তার কোনো উপায় নেই।
একই সুরে রঘুনাথ চন্দ্র, আমজাদ হোসেন, শাহিনুর, জুয়েল, আলম ও মকবুলসহ অনেকে বলেন, সরকারি সহায়তা ছাড়া আমাদের সামনে পথে বসা ছাড়া কোনো উপায় নেই।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বলেন, বিনবিনা থেকে চর শংকরদহ পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি আমরা বহুবার জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো বাস্তবায়ন নেই। বাঁধ হলে কোলকোন্দ ও লক্ষীটারী ইউনিয়নের বহু পরিবার ভাঙন থেকে রক্ষা পেত।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, তিস্তার ভাঙন এলাকা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন বন্যা ও ভাঙন মোকাবিলায় তৎপর রয়েছে।
স্থানীয়দের দাবি, কথার ফুলঝুরি নয়, এবার যেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলেই ভাঙনের স্থায়ী সমাধান মিলবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৯ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৫ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
৪২ মিনিট আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে